সংবাদ শিরোনাম :
রফিক ইসলাম’র কবিতা ”সতীনের ঘরে পরকীয়া গভীর।”
রফিক ইসলাম
- আপডেট সময় : ১২:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
সংসার করে
সম্পর্ক নিয়ে ভাবার অবসরে
চাটুকারের ঘাড়ে আগ্রহ বসে।
বৈমাত্রেয় ব্যাপারে চুলকানি থাকে
মজায় পেয়ে বসলেই আরাম;
বড়বাবু আড়ঠোঁটে হাসেন!
উৎসাহ দরজায় দাঁড়ায়—
বড়বাবু গোঁফ চুলকান, চেয়ারে ঢুলেন;
জানালার ফাঁকে ঢুকে যায় বাম;
ডান’র জড়তা!
ডান-বাম, বাম-ডান— দ্বন্দ্ব-সংঘাত;
বড়বাবুর চোখ চশমার ডানায়
চেয়ারে!
ভাইয়ে-ভাইয়ে লড়াই।
বড়বাবু জানেন—
সতীনের ঘরে পরকীয়া গভীর।
শুভেচ্ছা গৌরিপুর প্রতিদিন, শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্পাদক সমীপে।