”আমি চেয়ারম্যান নয়, আপনাদের সেবক হতে চাই” – আল মুক্তাদির শাহীন
![](https://gouripurpratidin.com/wp-content/uploads/2023/01/440-Mukles.jpg)
- আপডেট সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউপি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিগণের ৩১ জানুয়ারী ( মঙ্গল বার) ১বছর পূর্ণ হওয়ায় বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন তার পরিষদ চত্বরে এক মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম। বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকাল কলেজ হাসপাতালের সাবেক
অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ খান সেলভী, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, গৌরীপুর পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুক্তি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক ওমর ফারুক স্বাধীন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, ইউপি সদস্য বদর উদ্দিন, ইসহাক, সায়েম, কবি শরিফুল ইসলাম সোহেল , সাবেক যুব নেতা আবুল কাশেম, বিলাস, রাসেল প্রমুখ। আলোচনা সভায় আল মুক্তাদির শাহীন তার দায়িত্বপ্রাপ্তির ১ বছরের চিত্র জনগণের সামনে তুলে ধরে বলেন, ‘আমি চেয়ারম্যান নয়, আপনাদের সেবক হতে চাই।