ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশকে সফল করার উদ্দেশ্য গৌরীপুরে বিএনপি নেতা হাফেজ আজিজুল হক’র গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ৪ ফেব্রুয়ারি ২০২৩ ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশকে সফল করার জন্য বুধবার (১ফেব্রুয়ারি/২০২৩) ময়মনসিংহ উত্তর জলা বিএনপির অন্যতম সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্ববায়ক হাফেজ আজিজুল হক গৌরীপুরের বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল, গৌরীপুর উপজেলা বিএনপির নেতা ফজলুল হক বিডিআর, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মিজানুর রহমান মিসু, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সুহাগ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতা জিয়াউল আলম জুরান।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সুবুর, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা বিএনপির নেতা ডাঃ সাফি, গৌরীপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ।###