কান্দুলিয়া সরঃপ্রাঃবিঃএর কমিটি গঠনঃ সভাপতি মামুন কবির
- আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি/২০২৩) এসএমসি ( স্কুল ম্যানেজিং কমিটি) গঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য ভোটারদের নিয়ে সিলেকশানের মাধ্যমে ইউপি সদস্য মামুন কবিরকে সভাপতি নির্বাচন করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার রামগোপালপুর ক্লাস্টার মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ও নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান এবং তেরোশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সহযোগিতায় এ কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সদস্য সচিব প্রভাতী বালা রক্ষিত (বর্তমান প্রধান শিক্ষক), শিক্ষক প্রতিনিধি খুরশিদ জাহান, বিদ্যুৎসাহী (পুরুষ) মোঃ এমদাদুল হক, (মহিলা) মোছাঃ সেলিনা আক্তার, জমিদাতা মোঃ আজাদ মোস্তফা, অভিভাবক সদস্য রোমা আক্তার, শাহনাজ বেগম, মোঃ শহীদুল্লাহ, বক্তার হোসেন, কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী। কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) আজাদ মোস্তফা, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হযরত আলী সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।