গৌরীপুরে কোরআন প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিল
- আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের তাতিরপায়া স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে শনিবার (১১ ফেব্রুয়ারি/২০২৩) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলে গৌরীপুর উপজেলার বিভিন্ন মাদরাসার প্রায় ৮০ জন প্রতিযোগী কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন নোয়াখালি থেকে আগত হযরত মাওলানা ফয়জুল্লাহ জসীমী, ও বি-বাড়িয়া থেকে আগত হযরত মাওলানা আব্দুল জব্বার। মোট ৬ জন প্রতিযোগীকে কেরাত ও ইসলামী সংগীতে আলাদা আলাদা পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল ওলামা গৌরীপুর উপজেলার সভাপতি শায়খুল হাদিস হযরত মাওলনা মুফতি নাজিম উদ্দিন দাঃ বাঃ, প্রধান আলোচক ছিলেন জামিয়া রাহমানিয়া রামগোপালপুর মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদিস মাওলানা মুফতি কামাল হোসাইন দাঃ বাঃ, প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তরা থেকে আগত হাফেজ মাওলানা মুফতি ইসমাইল আল হুসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর উপজেলা তাঁতীলীগের সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাতুল ইসলাম মাস্টার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লিগ নেতা মোঃ ফারুক আহমেদ, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র যুগ্ম আহ্ববায়ক সাদ্দাম মিয়া, মাওহা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ লিটন মিয়া, তাতিরপায়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমীন, উপদেষ্টা মোঃ জজ মিয়া, সহ সভাপতি মোঃ রিপন মিয়া
মাহফিল পরিচানলা করেন শাহগঞ্জ হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।