মরহুম হাফিজুর রহমান’র ৩য় স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান,গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি/২০২৩) স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাশার। অনুষ্ঠান পরিচানলা করেন লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, খলতবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরীফুল ইসলাম হায়দার, তালেহুসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশিম, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম হাফিজুর রহমান’র বড় ছেলে শামসুর রহমান রাজু, ছোট ছেলে মশিউর রহমান হৃদয়, ভাতিজা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুর রহমান, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি (অবঃ) আবুল হাসিম। দোয়া পরিচালনা করেন হাফিজুর রহমানের ভাতিজা হুমায়ুন কবির।