সংবাদ শিরোনাম :
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৭:৫৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর পাবলিক কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রবিবার (১৯ ফেব্রুয়ারি/২০২৩) নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ ওয়ারেস উদ্দিন ফকির। সঞ্চালনায় ছিলেন অর্থনীতি প্রভাষক শেখ ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়ার করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আফনান জিহাদ, ও গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রীতি রানী।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে নতুনদের বরণ করে নেয়। বরণ শেষে নবীনদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুজ্জান গোলাপ, পল্লি প্রত্যাশার চেয়ারম্যান হাবিবুর রহমান জনি, রুপসী ক্ষুদ্র ব্যাংক এর পরিচালক শরিফ হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম।
কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি প্রভাষক সাদ্দাম হোসেন, আইসিটি প্রভাষক হিজবুল বাহার হৃদয়, মনোবিজ্ঞান প্রভাষক বাপ্পী মোল্লা, স্বপন মিয়া। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিরিন আক্তার ও জিহাদ।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, গৌরীপুর পাবলিক কলেজ প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে। গৌরীপুরে অন্যান্য যেকোনো কলেজ থেকে এখানে বেশি পাঠদান করা হয়। এখানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়।###
মোখলেছুর রহমান
গৌরীপুর প্রতিদিনঃ
০১৭৩১৯৫৩০৮১