আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পল্লি প্রত্যাশার শ্রদ্ধাঞ্জলি

- আপডেট সময় : ০১:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বালুয়াপাড়া মোড় সংলগ্ন একটি আর্থ সামাজিক প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সনদ প্রাপ্ত পল্লি প্রত্যাশার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনবকরা হয়। দিবসটির উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে বালুয়াপাড়া মোড় হতে গৌরীপুর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক বিশেষ র্যালীর আয়োজন করে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু। র্যালী শেষে তারা কেন্দীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লি প্রত্যাশার চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান জনি, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফারুক আহমেদ, বিএম স্বপন মিয়া, সিও জহিরুল ইসলাম, মৌসুমি আক্তার মৌ,অফিস সহায়ক রাকিবুল ইসলাম রনি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুজ্জামান গোলাপ, ধীরেন্দ্র বর্মণ ও নূর মিয়া স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি যতিন্দ্র চন্দ্র বর্মণসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।###