এমটিসি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন মাওহা ইউনিয়নের বীরাঙ্গনা সখীনার মাজারের পাশে এমটিসি মডেল স্কুল শনিবার (২৫ফেব্রুয়ারি/২০২৩) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মোতালেব বিএসসি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ মেডিকাল কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাওহা ইউনিয়নের চেয়ারম্যান আল ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, গৌরীপুর উপজেলা আ’লীগের সভাপতি নিলুফার আঞ্জুম পপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, জেলা পরিষদের সদস্য আরজুনা কবির, গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, মাওহা ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন মাস্টার, সাধারণ সম্পাদক কবির আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, সহনাটী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল।
এমটিসি মডেল স্কুলের প্রধান শিক্ষক এম এমদাদুল হক মিলন সকল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আগের দিন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচন করে রাখেন। আজ সেই বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।