হাফেজ আজিজুল হকের পিতার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র শোক প্রকাশ
- আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হকের পিতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি /২০২৩) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ”আব্দুল জব্বারের মৃত্যুতে আমি মর্মাহত। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেনো মরহুম আব্দুল জব্বারকে জান্নাত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” বিএনপির মহাসচিব শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য আজিজুল হক’র পিতা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে হাফেজ আজিজুল হকের বাবা আব্দুল জব্বারের জানায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলার সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মদ, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ্ কালাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নির্বাহী কমিটির সদস্য শাহ্ শহীদ সারোয়ারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
হাফেজ আজিজুল হক পিতার জানাজার নামাজ পড়িয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তিনি অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘আমার বাবা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেন নি। তিনি আমাকে সবসময় সত্যের পথে থেকে মানুষ করে গেছেন। তিনি বলতেন, ‘সত্যের পথে থাকলে কোনোকিছুরই অভাব হবেনা।” আজ আমাদের কোনোকিছুরই অভাব নাই ঠিকই কিন্তু বাবা নাই। আজ থেকে আমরা বাবা হারা হয়ে গেলাম। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।###