ঈশ্বরগঞ্জে বড়হিত ইউনিয়ন যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় বড়হিত উচ্চ বিদ্যালয়ের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বড়হিত ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান দুখু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও বড়হিত ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম ঝিনুক,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম খোকন, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোমতাজ আলীসহ ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায় – বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমনের নেতৃত্বে সারাদেশের ন্যায় বড়হিতে অনুষ্ঠিত হয়েছে এ শান্তি সমাবেশ।###
গৌরীপুর প্রতিদিন