সংবাদ শিরোনাম :
বাজারে আসছে মাহিবুল ইসলাম ফাহিমের প্রথম কাব্যগ্রন্থ ”নাব্য কাব্য”
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ বাজারে আসছে মাহিবুল ইসলাম ফাহিমের লেখা কাব্যগ্রন্থ ‘নাব্য কাব্য’। ফাহিম ময়মনসিংহ শহরে ২০০৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মনিরুল ইসলাম জিঠু, মাতা সালমা ইসলাম। লেখালেখি তার নেশা। বতর্মানে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে দশম শ্রেণিতে পড়াশুনা করছেন। তিনি কবিতা ছাড়াও রম্যরচনা, ছোট গল্প ও উপন্যাস লেখায় বেশ মনোযোগী। এটিই তার প্রথম কাব্যগ্রন্থ। মাহিবুল ইসলাম ফাহিম মৃত্যুর পূর্ব পযর্ন্ত লেখালেখি করে যেতে চান।
তিনি বলেন, ”আমার এই ‘নাব্য কাব্য’ বইটি পড়ে অনেকেই চলে যাবেন অতীতের স্মৃতিতে। মনে পড়ে যাবে হারানো প্রেয়সীর কথা। এছাড়াও এ বইটিতে রয়েছে প্রকৃতির কথা। বইটি পড়ে পাঠক কখনো হাসবে আবার কখনো কাঁদবে। আশা করি বইটি সকলেই সহজভাবে গ্রহণ করে আমাকে আরো লেখার অনুপ্রেরণা দিবেন।”