শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় বুধবার (১৫মার্চ/২০২৩) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানজির আহমেদ রাজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা আ’লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য গোলাম সামদানী খান সুমন, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ জায়েদুর রহমান, সহনাটী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল। এছাড়াও আরোও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ব্যাজ পরিধান করিয়ে দেন প্রধান শিক্ষক মনঞ্জুরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তারপর সহকারী প্রধান শিক্ষক মজনুরুল ইসলাম অন্যান্য শিক্ষকদের নিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
অতিথি বরণ শেষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার করে তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার প্রধান শেষে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।