শ্যামগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও পাশে থাকার আশ্বাস দেন গৌরীপুরের বিএনপি নেতা হাফেজ আজিজুল হক

- আপডেট সময় : ১২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে বুধবার (২২ মার্চ/২০২৩) দিবাগত রাত ১০টায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকানপাট ভস্মিভুত হয় এবং প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ারসার্ভিসের প্রায় ১০টি ইউনিট ৪ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হন বলে জানিয়েছেন গৌরীপুর ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ শাহাজাদা। পরেরদিন সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হক ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
এদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগস্থ ব্যবসায়ীদের সমবেদনা এবং পাশে থাকার আশ্বাস দেন। এসময় সাথে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী গৌরীপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়াম্যান তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য পল্লব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিসু, গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মো মাজাহারুল ইসলাম মাজার, ইউনিয়ন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি জেলা,উপজেলা ও ইউনিয়ন এর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ।
এ অগ্নিকাণ্ডে ময়মনসিংহ উত্তর জেলা সেচছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সিধলা ইউনিয়ন যুবদল নেতা মাহবুবুর রহমানের দোকান পুড়ে যায়। বিএনপির নেতৃবৃন্দ তাকে সান্ত্বনা দেন ও পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়ে দলের হাইকমান্ডের সাথে এ বিষয়ে কথা বলে সার্বিক ব্যবস্তা নিবেন বলে আশ্বাস দেন হাফেজ মোঃ আজিজুল হক।