গৌরীপুরে পল্লী প্রত্যাশার উদ্যোগে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেসরকারি সংস্থা পল্লী প্রত্যাশার উদ্যোগে বালুয়াপাড়া মোড় সংলগ্ন প্রধান কার্যালয়ে শুক্রবার (৭এপ্রিল/২০২৩) এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”পবিত্র রামাদান মাসে এতিমদেরকে বস্ত্র উপহার দেওয়া ও তাদেরকে ইফতার করানো বিশেষ ফজিলত ও রহমতের কাজ।” সমাজের এরকম কাজে এগিয়ে আসার জন্য পল্লী প্রত্যাশার চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সাহেবের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পল্লী প্রত্যাশার চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী প্রত্যাশার নির্বাহী পরিচালক জনাব শেক ফারুখ আহাম্মদ, ব্রাঞ্চ ম্যানেজার স্বপন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুজ্জামান গোলাপ।
উক্ত ইফতার মাহফিলে দোয়া সঞ্চালনা করেন বালুয়াপাড়া মোড় জামে মসজিদের ইমাম জনাব হাফেজ আব্দুল সাত্তার।###