গৌরীপুরে বিএনপির অবস্থান কর্মসূচী
- আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্রের পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল নেতাকর্মীর মুক্তিসহ ১০ দফা দাবিতে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে শনিবার ( ৮এপ্রিল/২০২৩) গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে।
ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য এডভোকেট আবদুস সোবহান সুলতান’র সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক শাহজাহান কবির হীরার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্ববায়ক হাফেজ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি।
এছাড়াও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মাহফুজুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম শহীদ, এস এম দুলাল, ময়মনসিংহ উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আলী আকবর আনিছ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ।
অপরদিকে গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড শরাফ উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি এড. নুরুল হকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসুচীতে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।