গৌরীপুরে বিএনপির অবস্থান কর্মসুচী

- আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল /২০২৩) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলাধীন ৯ নং ভাংনামারী ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন এক অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভাংনামারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য এডভোকেট মোঃ নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জালাল আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. মোঃ রাইসুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা, সগীর আহমেদ, মজিবুর রহমান বিপ্লব, হাসিম মেম্বার, আ: হাই মাষ্টার, আ: বারেক,শহিদ মিয়া,সবুজ, খোকন সহ উপজেলা যুবদল নেতা মোঃ বাহালুল মুন্সি, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আল ইমরান খান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।