ইন্টিমেসি এসোসিয়েশন ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ইন্টিমেসি এসোসিয়েশন ও প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক পাছার উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (২২ এপ্রিল/২০২৩) এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টিমেসির সদস্য ও ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সুধীজন ও ইন্টিমেসি সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রবাস থেকে যুক্ত ছিলেন আনোয়ার কবির রুবেল (সিঙ্গাপুর), জনাব মহসিন সজীব (দক্ষিণ কোরিয়া), মোঃ তোফাজ্জল হোসেন (সিঙ্গাপুর), মোঃ এরশাদুল হক (কাতার)। ইফতার পরবর্তী আলোচনা আগামী এক বছরের জন্য জনাব রুবেল মিয়াকে সভাপতি ও জনাব ওমর ফারুক সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব অর্পন করা হয় এবং ইন্টিমেসি ফাউন্ডেশনের কার্যক্রম চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়।