গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, দৈনিক সংবাদের গৌরীপুর প্রতিনিধি স্বর্গীয় সুরেশ কৈরীর ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৩ মে/২০২৩) গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা, প্রয়াতের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পূজা অর্চনার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
বিকাল ৫ টায় পৌর শ্মশানে প্রয়াতের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মন্দিরে পূজা অর্চনা শেষে বিকাল সন্ধা ৬ টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সহ সভাপতি আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক হুমায়নু কবির সুমন প্রমুখ।
উল্লেখ্য সাংবাদিক সুরেশ কৈরি ১৯৫৩ সনের ৫ জানুয়ারি এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোসাইবাড়ীতে জন্ম গ্রহন করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জার্নালিজমে মাস্টার্স পাস করেন। ১৯৭৪ সন থেকে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং সর্বশেষ দৈনিক সংবাদ ও দৈনিক জাহান পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় ২০০০ ইং সনে ১৩ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
প্রয়াত সুরেশ কৈরী একাধারে ছিলেন একজন গুণী সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক। গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।