বিএনপির ময়মনসিংহের জনসমাবেশ সফল করার লক্ষ্যে গৌরীপুরে হাফেজ আজিজুল হকের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে রবিবার (২৮মে/২৩) ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত জনসমাবেশ সফল করার লক্ষ্যে গৌরীপুর উপজেলাধীন পৌর শহর, ডৌহখোলা ইউনিয়নের গাজীপুর বাজার, রায়গঞ্জ বাজার, কলতাপাড়া বাজার, অচিন্তপুর ইউনিয়নের শাহ্গঞ্জ বাজার, সহনাটি ইউনিয়নের পাছার বাজারে শুক্রবার (২৬ মে/২০২৩) পথসভা ও লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক।
এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেলসহ গৌরীপুর উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।###