”বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তি পাবে” – হাফেজ আজিজুল হক

- আপডেট সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহ জনসমাবেশ সফল করার জন্য রবিবার (২৮ মে/২০২৩) গৌরীপুর থেকে বিশাল মিছিল নিয়ে ময়মনসিংহের সমাবেশে অংশগ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, সংসদীয় আসন-১৪৮ ময়মনসিংহ-৩ এর আগামী দিনের ধানের শীষের কান্ডারী হাফেজ আজিজুল হক।
এছাড়াও গৌরীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে অংশগ্রহণকালে পথসভার এক বক্তব্যে হাফেজ আজিজুল হক বলেন, ভোট বিহীন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের জনগণ আর সুখে নেই। এদেশের জনগণের কথা কেউ ভাবেনা। সব নেতারাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দেশের জনগণ কী কষ্টে দিন কাটাচ্ছে সেসব ভাবার সময় কারোরই নেই। তাই এখন সময় এসেছে পরিবর্তনের।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে হাফেজ আজিজুল হক বলেন, এখন আর গরীবদের বাঁচার উপায় নেই। যে হারে দ্রব্যমূল্যের এগিয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ আর শান্তিতে বসবাস করতে পারছেনা। তাই বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষের সকল চাহিদা পুরণ করা হবে এবং তারা শান্তিতে বাস করবে ইনশাআল্লাহ।