সংবাদ শিরোনাম :
গৌরীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ”তামাক নয়, খাদ্য ফলান’’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ মে/২০২৩) বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করে।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও আফরোজা আফসানা। অনুষ্ঠান সঞ্চাওলনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।