গৌরীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০মে/২৩) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সদস্য জিয়াউল আলম জুরন’র সঞ্চালনায় এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আজিজুল হক বলেন, ”মহান স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৪২তম শাহাদাৎ বার্ষিকী। আজ এই দিনে আমরা তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়। আজ আমাদের শোকের দিন। এই শোককে শক্তিতে রুপান্তর করে সামনের নির্বাচনে আমরা জনগণের প্রত্যক্ষ সনর্থনে ক্ষমতায় আসবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য উসমান গনি তান্না, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সোহাগ চৌধুরী, ৫ নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আহাদ, ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসাইন।
এছাড়াও গৌরীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।