মানবকল্যাণ ফোরাম’র ২য় বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৩:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ “আমরা একতায় বলিয়ান নিঃস্বার্থে বয়ে আসুক মানবতার কল্যাণ” এই স্লোগানে ময়মনসিংহে এক ঝাঁক মানবপ্রেমীদের নিয়ে গঠিত অন্যতম অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন “মানবকল্যাণ ফোরামের” ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মানবসেবীদের মিলনমেলা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং সংগঠন এর সদস্য এস এম রায়হান ও আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ইকরাম এলাহী খান (সাজ), নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ও সমাজসেবিকা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমী আক্তার সুমী, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এ.টি.এম শফিকুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মানবকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদ। আলোচনা শেষে মানব সেবামূলক সংগঠন মানবকল্যাণ ফোরামের পক্ষ থেকে ৭০ জন মানবসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতি এম. জুবায়ের আহমেদ জানান,মানবসেবামূলক সংগঠন “মানবকল্যাণ ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও মানবসেবা মূলক কাজে নিয়োজিত রয়েছে। করোনাকালীন সময়ে বিনামুল্যে স্বাস্থ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি,ঈদুল ফিতরে সমাজের ছিন্নমূল মানুষের মাঝে ঈদ বস্ত্র উপহার, ঈদুল আযহায় ঈদ সামগ্রী উপহারের মাধ্যমে ঈদানন্দ ভাগাভাগি করা, রমজানে ঈফতারের আয়োজন, বিভিন্ন অনুন্নত এতিমখানায় ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া ও রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সর্বদা মানবিক কাজে নিয়জিত রয়েছে আমাদের এই অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন মানবকল্যাণ ফোরাম।