গৌরীপুরের বিভিন্ন মসজিদে ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন সোমনাথ সাহা
- আপডেট সময় : ০২:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে বৃহস্পতিবার (১৫ জুন/২০২৩) ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন গৌরীপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, ২ নং গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন সহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। যে সকল মসজিদে অনুদান প্রদান করা হয় সেগুল হলো ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের আসিম সরকার বাড়ি জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, নাওভাঙ্গা বাজার জামে মসজিদ, বোকাইনগর ইউনিয়নের বোকাইনগর গড়পাড়া বাবুল ফকিরের মাজার, গৌরীপুর ইউনিয়নের ইছুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ, পালান্দর জামে মসজিদ, মাওহা ইউনিয়নের ঝলমলা জামে মসজিদ।
অনুদান প্রদানকালে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।