সাংবাদিক নাদিম হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ
নিউজ টুয়েন্টি ফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৮ জুন/২০২৩) বিকালে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি ম. নূরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কমল সরকার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি বেগ ফারুক আহম্মেদ, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সহ সাধারণ সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি শেখ মোঃ বিপ্লব, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু, কোষাধ্যক্ষ দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শামীম খান, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি ফারুক আহমেদ, গৌরীপুর প্রেসক্লাব সদস্য দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর শাজাহান কবীর, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন ‘গৌরীপুর প্রতিদিন’র পরিচালক মোখলেছুর রহমান, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সুপক রঞ্জন উকিল, দৈনিক সবুজ নিশান প্রতিনিধি আব্দুর রউফ দুদু, মানব জমিন প্রতিনিধি শামীম আলভি, প্রেস টিভির পরিচালক হুমায়ুন কবির সুমন, প্রেস নিউজ ২৪ প্রতিনিধি মাহফজুর রহমান, জি নিউজ ক্যামেরা পার্সন শামীম হোসেন, সাংবাদিক সেলিম আল রাজ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা, নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি এবং দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।