সংবাদ শিরোনাম :
অসহায় রোগীর পাশে দাঁড়ালো মানবকল্যাণ ফোরাম
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৪:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন মানবকল্যাণ ফোরাম ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কলেজ গেইট এলাকার এক অসহায় রোগীকে আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে।
জানা যায় ছেলেটি অনার্স ১ম বর্ষের ছাত্র। তার একটি কিডনী ডেমেজ এবং অন্যটি প্রায় ডেমেজ। দীর্ঘদিন চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটির আর্থিক অবস্থা নাজুক৷
এসময় সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি এম.জুবায়ের আহমেদ জানান, আমরা সামাজিক মাধ্যমে এই রোগীর খবর পেয়েছি। তাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই নাজুক। এই
পরিবারে আমরা ঈদ সামগ্রী এবং আর্থিক সহযোগিতা করেছি। পরবর্তীতেও আমাদের সাধ্যানুযায়ী পাশে থাকবো ইনশাল্লাহ।
এসময় জুবায়ের আহমেদ এর সাথে ছিলেন সংগঠনের সহ-সমন্বয়ক এনামুল হক (এনাম), সদস্য মাওলানা মো: ওমর ফারুক ও আরাফাত ইসলাম (স্বাধীন) প্রমুখ।