গৌরীপুর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও মৎসজীবী দলের সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (৪ জুলাই/২০২৩) ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব শওকত হুসাইন সুমন মিয়ার সঞ্চালনায় ও ডৌহাখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সংসদীয় আসন-১৪৮ ময়মনসিংহ-০৩ এর আগামী দিনের ধানের শীষের স্বপ্নদ্রষ্টা হাফেজ আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আর ঘরে বসে থাকবেনা। সামনের নির্বাচনে সক্রিয় আন্দোলনে এই ভোট বিহীন সরকারের পতন আনবে ইনশাআল্লাহ। দেশের জনগণ এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ। জনগণকে নিয়ে আমরা অবশ্যই এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে আবারও ক্ষমতায় আনবো।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস, গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি
মাহফুজ্জামান মাহ্ফুজ, গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ।