গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর দণ্ড
- আপডেট সময় : ০১:৩০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৪১০ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ মাদকসেবীকে দণ্ডিত করা হয়েছে। বুধবার(৫ জুলাই/২০২৩) আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট ফৌজিয়া নাজনীন। এসময় ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর উপস্থিত ছিলেন।
জানা যায়, শ্যামগঞ্জ বাজার থেকে হেরোইন সেবন ও সংরক্ষণের অপরাধে মইলাকান্দা গ্রামের মোঃ রতন মিয়াকে ১১মাসের জেল ও এক হাজার টাকা, নেত্রকোণার পূর্বধলার ইসবপুর গ্রামের মোঃ জজ মিয়াকে ৩মাসের জেল ও ৫০০ টাকা, একই গ্রামের মোঃ খোকন মিয়াকে ২ মাসের জেল ও ৫০০ টাকা, এছাড়া গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধের সহনাটি ইউনিয়নের বাঙ্গুরহাটি গ্রামের মোঃ সুরুজ আলীকে ২ মাসের জেল ও ৫০০ টাকা এবং গিধাউষা গ্রামের আঃ আজিজকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা দণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সাংবাদিকদের বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬ ধারা ৫ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।