তারাকান্দায় ১০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহ উত্তর অধীনন্থ তারাকান্দা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ১০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করে। এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সংসদী আসন-১৪৮ ময়মনসিংহ-৩ এর আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা হাফেজ আজিজুল হক ।
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ আজিজুল হক বলেন, বিএনপিতে যোগদান করে আপনারা বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার ছায়াতলের আসার মাধ্যমে মৌলিক গণতান্ত্রিক দলে আসলেন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরোও শক্তিশালী হয়েছে।
আশা করি আপনাদের মাধ্যমে সামনের নির্বাচনে জাতীয়তাবাদী পতাকাআরো সমুন্নত হবে।