গৌরীপুরে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স’র সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনাসভা
- আপডেট সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৪৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান হালুয়াঘাট-ধোবাউড়ার গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স’র সহধর্মিণী সৈয়দা আফরোজা এমরান পাপিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় শনিবার (৮জুলাই/২০২৩) গৌরীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সংসদীয় আসন ১৪৮ ময়মনসিংহ-৩ এর আগামী দিনের ধানের শীষের কান্ডারী হাফেজ আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাক, ডৌহখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবকদলের সদস্য শাহীন ইকবাল,
গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিসু, ডৌহখোলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহ্বায়ক গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ খুররম খান, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডৌহখোলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউল আলম জুরান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগোপালপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান মান্নান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য ইমরান মিয়া, ডৌহখোলা ইউনিয়ন কৃষকদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আহম্মদ আলী আর্মি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান। এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি,গৌরীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দোআ পরিচালনা করেন কলতাপাড়া জামে মসজিদের ইমাম ও অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোশাররফ হোসেন ফারুকী।