মানবকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৬:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ মানবকল্যাণ ফোরাম এর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কেন্দুয়া উপজেলা ৫নং গন্ডা ইউনিয়নের দারুল উলূম বৈশ্ব্যপাট্রা মাদ্রাসার প্রাঙ্গণে উন্নত জাতের কাট বাদাম বৃক্ষরোপণ করা হয় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা মানবকল্যান ফোরাম শাখার উদ্বোধন করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন এ ধারাবাহিক ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি । মানবকল্যাণ ফোরাম ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম ময়মনসিংহ জেলা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানবসেবামূলক কাজ করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে মানবকল্যাণ ফোরাম সংগঠনটির কার্যক্রম। ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার দু’পাশ,স্কুল, মাদ্রাসা, এবং বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করে এগিয়ে যাচ্ছে সংগঠনটির বৃক্ষরোপণ কার্যক্রম কর্মসূচী। পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রত্যেক টি সদস্যবৃন্দ। মানবকল্যাণ ফোরাম এর স্বপ্ন বাস্তবায়নে ঈশ্বরগঞ্জ উপজেলায় এই বছর বিভিন্ন ধরনের ফলজ ও বনজ, উন্নত জাতের কাট বাদাম চারাগাছ রোপণের লক্ষ্যে ০৮ সেপ্টেম্বর ২০২৩ কেন্দুয়া উপজেলার বৈশ্ব্যপাট্রা দারুল উলুম মাদ্রাসায় গাছের চারা রোপণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন মানবকল্যাণ ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি এম. জুবায়ের আহমেদ, সমন্বয়ক তানভীর আহমেদ, সহ-সমন্বয়ক এনামুল হক এনাম এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল এস এম কৌশিক, সোহানুর রহমান সুমন, আব্দুল কাইয়ুম,ফকর উদ্দীন, আতাউর রহমান,নাঈম,তামিম, রনি,মাসুম,রিদয়,রিয়াদ,রায়হান,রাহুল, স্বাধীন, মোসারফ, প্রিন্স হানিফ, ফাহিম রিফাত সুমন,হানিফা,রাহাদ প্রমুখ।