নেম কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র আয়োজনে গৌরীপুরে বৃত্তি পরীক্ষা

- আপডেট সময় : ০১:৫৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন:
নেম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫ নভেম্বর/২৩) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬০জন ছাত্র ও ৩০৪জন ছাত্রী, মোট ৬৬৪জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে অনুপস্থিত ছিলো ২জন।
প্রতিষ্ঠানগুলো হলো মিডিয়া প্রি-ক্যাডেট স্কুল, অবদান কিন্ডারগার্টেন, ফেমাস কিন্ডারগার্টেন, এম.টি.সি মডেল স্কুল, বীরাঙ্গনা ইংলিশ লার্নিং এন্ড স্কুল, কিশোর দিশারী কিন্ডারগার্টেন, বিকাশ কিন্ডারগার্টেন, সানরাইজ কিন্ডারগার্টেন, মাওহা আইডিয়াল কিন্ডারগার্টেন, খলতবাড়ি আব্দুল করিম কিন্ডারগার্টেন, আনন্দ আইডিয়াল স্কুল, বর্ণমালা কিন্ডারগার্টেন, সাদেক চাইল্ড এডুকেশন সেন্টার, চ্যালেঞ্জ কিন্ডারগার্টেন, নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন, মেধাসিঁড়ি স্কুল, দি নলেজ মডেল স্কুল, আল নূর কিন্ডারগার্টেন, কুনিহাটী নতুনকুঁড়ি কিন্ডারগার্টেন, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিল্লা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ফরিদপুর বোয়ালমারি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান।ভূটিয়ারকোনা আদর্শ উচচ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, সাংবাদিক মোখলেছুর রহমান, শাহজাহান।
বৃত্তি পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালন করেন নেম’র চেয়ারম্যান ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক এম.এইচ.এম হাদী, নেম’র সাধারণ সম্পাদক ও নতুনকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মেজবা উদ্দৌজা, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবু সুয়েম ভূঞা, হল সুপার এমদাদুল হক মিলন, বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা ও মিডিয়া প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও পর্যবেক্ষণ করেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, সহকারী শিক্ষক মো. মাসুদ রানা, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ, আলী আহসান মনির, মো. খায়রুল কবীর, আলমগীর হোসনে, ইব্রাহিম খলিল পলাশ, , রফিকুল ইসলাম প্রমুখ।