মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এএসআই (নিরস্ত্র)/মোঃ নুর আহম্মেদ এর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার”
- আপডেট সময় : ০২:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের নান্দাইলে “মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এএসআই (নিরস্ত্র)/মোঃ নুর আহম্মেদ এর পরিবার এবং সন্তানদের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম”
এএসআই (নিরস্ত্র)/মোঃ নুর আহম্মেদ, পিতা-মোঃ হাফিজুর রহমান, কর্তব্যরত অবস্থায় ১৩/০১/২৪ তারিখে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। তিনি ২০০৪ সালের ১৭ ই জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ১৯ বছর ০৬ মাস ২৬ দিন চাকুরি সম্পন্ন করেন। এএসআই (নিরস্ত্র) মো: নুর আহম্মেদের মত একজন দক্ষ, কর্মঠ, চৌকস এবং দায়িত্বশীল পুলিশ অফিসার এর অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলার প্রত্যেক পুলিশ সদস্য গভীর শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং পরিবার-পরিজন রেখে যান।
নিহতের সন্তানদের পড়াশোনা যেন বিঘ্নিত না হয় এবং তার পরিবার যেন কোন আর্থিক প্রতিকূলতার শিকার না হয় সেই লক্ষ্যে ১৬ জানুয়রি ২০২৪ তারিখে অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে এবং জেলা পুলিশের সদস্যদের সহায়তায় নিহতের দুই সন্তানের নামে করা ৭ লক্ষ টাকার এফডিআর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কর্তব্যরত অবস্থায় মারা যাওয়ায় পুলিশ সদস্য হিসেবে যে সকল সরকারি সুবিধা পাওয়ার কথা তা বিঘ্নিত হবে না মর্মে পুলিশ সুপার মহোদয় নুর আহম্মেদের পরিবারকে আশ্বস্ত করেন।