গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গৌরীপুর যুগান্তর কার্যালয়ে শনিবার (২৭জানুয়ারি/২৪) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর, সভাপতি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক কামরুজ্জামান দিবাকর। বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার, মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান কাছন, অচিন্তপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চান মিয়া, বোকাইনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আব্দল গফুর, রামগোপালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নজরুল ইসলাম, ডৌহাখলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. অলিউল্লাহ প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর বলেন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মরহুম নুরুল আমিন খান পাঠানের নেতৃত্বে এই উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা সামাজিকভাবে মানুষের পাশে থেকে দেশের উন্নয়ন করতে চাই।