সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হারুন অল রশিদ আর নেই
- আপডেট সময় : ০৬:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান,গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হারুন অল রশিদ রবিবার (২৮জানুয়ারি/২৪) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভোর ৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হারুন অল রশিদ চাকরি জীবনে কেন্দুয়া উপজেলার গণ্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কিছু দিন সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন। তারপর ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করে ১৯৮৮ সালে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ১০ অক্টোবর ২০০৬ সালে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হসেবে যোগদান করেন। ২০১৩ সালে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করে অধ্যক্ষের দায়িত্ব পালন করে ২০১৮ সালে সম্মানের সাথে অবসর গ্রহন করেন। তার মৃত্যুতে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিত কুমার বণিকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা অবলম্বন শেষে বিশেষ মোনাজাত করে।