গৌরীপুরে ডিজিটাল চা বিক্রেতার ব্যতিক্রমী আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
- আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুরে হারুন পাঠাগারের আয়োজনে সোমবার (৫ ফ্রেব্রুয়ারি/২০২৪) জাতীয় গণগ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা, বই-কলম ও পত্রিকা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশে আলোচিত চা বিক্রেতা মো. হারুন মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা ‘প্রিয়বাংলা পাঠাগার’ পদকপ্রাপ্ত মো. হারুন মিয়া। গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুবল ঘোষ, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর, ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।
অনুষ্ঠানে গৌরীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী ও হারুন টি হাউজের শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।