প্রধান শিক্ষক হাফিজুর রহমান’র ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

- আপডেট সময় : ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাফিজুর রহমান’র ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২০ সালের আজকের এই দিনে পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
হাফিজুর রহমান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার পুত্র শামসুর রহমান রাজু সকলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন এবং আজ শুক্রবার তার বাবার কবর জিয়ারত ও বিভিন্ন মসজিদে মোনাজাতের আয়োজন করেছেন।
মরহুম হাফিজুর রহমান একজন দক্ষ শিক্ষক হিসেবে এলাকায় সুনাম অর্জন করে সকলের মনে স্থান করে নিয়েছিলেন। তার পুত্র মো: শামসুর রহমান রাজু বলেন, ”আমার বাবা খুবই সৎ একজন মানুষ ছিলেন। তার শিক্ষকতার জীবনে কাউকে তিনি কটু কথা বলেননি। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। তার আত্মার শান্তি কামনায় সবাই যেনো আমার বাবার জন্য দোয়া করেন।”