সংবাদ শিরোনাম :
মরণোত্তর একুশে পদক পেলেন গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়া
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৪:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ২১ জন নাগরিককে একুশে পদক ২০২৪ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাঝে রয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হাতেম আলী মিয়া।
ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখায় তাকে এ বছর একুশে পদক (মরণোত্তর) দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাতেম আলী মিয়া ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তার জীবদ্দশায় ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য ও ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক