সংবাদ শিরোনাম :
জাহাঙ্গীর হোসেন পাপ্পু’র কবিতা ‘ হে একুশে ফেব্রুয়ারি’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি শহীদ মিনারের স্তম্ভ,
জীবন্ত এক প্রতিমূর্তি।
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি ছেলে হারা মায়ের বুকফাটা আর্তনাদ,
ভাই হারা বোনের করুন আকুতি।
তুমি প্রেয়সীর শত স্বপ্ন ক্ষতবিক্ষত করা,
ভাই হারা ভাইয়ের চূর্ণবিচূর্ণ পাজর।
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি প্রভাতফেরির ফুটন্ত ফুল,
পূর্ব দিগন্তে জ্বলে উঠা রবি।
তুমি স্নিগ্ধ সতেজ সুরভি ছড়ানো,
শহীদের রক্তে কেনা এক টুকরো স্বপ্ন।
হে একুশে ফেব্রুয়ারি,
তুমি মাতৃভাষা দিবস ফেব্রুয়ারির একুশ,
শহীদদের আত্মদানের স্বীকৃতি স্বরূপ।
তুমি বাংলা ভাষার অলংকার,
বিশ্ব দরবারে দিয়ে গেলে সম্মান।
আমরা পেলাম গর্বের ভাষা মায়ের ভাষা বাংলা।
তাই বারংবার শতবার নতজানু এই চিত্তে,
কুর্ণিশ করি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মানে।