গৌরীপুরে ‘স্বাধীনতা ৭১ ক্লাব’র শুভ উদ্বোধন।
- আপডেট সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার সংলগ্ন খান্দার গ্রামে ‘স্বাধীনতা ৭১ ক্লাব’র শুভ উদ্বোধন করা হয়।
ক্লাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। ক্লাবের সভাপতি কামরুল হাসান টিটু’র সভাপতিত্বে ও উপজেলা তাঁতী লীগের সভাপতি রানা আহাম্মদ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন মাস্টার, অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আবদুল হাই, অচিন্তপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলি, সাবেক ছাত্রনেতা এসএম শরীফ হাসান ছোটন, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেস, মাওহা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এটিএম মাসুদ, সহনাটী ইউপি সদস্য মেহেদী হাসান রিপন, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সম্রাট, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাত করেন খান্দার দুপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মঞ্জু।