ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বি*ক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোললে কলতাপারা বাজারে শহিদ নূরে আলম সিদ্দিক, শহিদ বিপ্লব, শহিদ জুবায়ের আহাম্মদ’র নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে কলতাপাড়া বাজারে শুক্রবার (৩০ আগস্ট/২৪) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই বিক্ষোভ সমাবেশে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুরানের সঞ্চালনায় আহবায়ক কুরুম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন, সদস্য সচিব, আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক, আবুল কালাম ফকির কালাম, সদস্য সাজেদুল রহমান রন্জুসহ ইউনিয়ম স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, রহিম আকন্দ, যুগ্ম আহবায়ক, আতাউর রহমান আতা, যুগ্ম আহবায়ক রুহুল আমিন রুহুল, যুগ্ম আহবায়ক বিপুল, যুগ্ম আহবায় আফজাল, যুগ্ম আহবায়ক নরজুল, যুগ্ম আহবায়ক আলামিনসহ ইউনিয়নের অপরাপর নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।