শুভরঞ্জনের কবিতা ‘রঙিন শব্দ’

- আপডেট সময় : ০২:৩২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
কে তুমি? এ কী কথা —
চয়ন করে করলে মোরে পরিহাস, হাসির ব্যথা!
-জানিবার আশ মোর,
কে তুমি? এ প্রশ্ন জাগে মোর চিত্তে।
আমি! (হা হা!)যবে শোনো মোর কবিতা—আমি কবি, তাহা বলা যায় কি?
যবে শোনো মোর গান-গায়কের মতো কণ্ঠে বাজে কি?
যবে দেখো চিত্রকলা — আমি যেন রঙ-তুলির কারিগর,
ভাবের রেখা আঁকি আমি জীবন জুড়ে।
আমি নিত্য ভাবনায় করেছি শব্দ চয়ন,
কেমনে করিব তোমারে আস্বাদন?
সুন্দর ভুবনে বইছে মুগ্ধ বাতাস,
শ্রবণে রেখো মোর কল্প এই অভিলাষ।
-তুমি! (হা হা!)যবে করলে মোরে নিয়ে শব্দচয়ন,
রঙিন স্বপ্নে ভাসে মোর মন — ঢেউ তোলে প্রতিদিন।
যবে করলে নিত্য নতুন মোর চিত্র ক্রিয়া,
ভুলিয়া হইল সাড়া আপন নিত্য ক্রিয়া।
-বিচলিত মর্ম মোদের মুগ্ধ ধারাতে,
বসিয়া ভাবছি তোমায় কল্পনার জগতে।
আবার বলছি হে— কে তুমি?
অকারণ রহস্য রাখো কেন, ও বুঝি নিঃশব্দ তুমি?
ওহে, জানিতে চাই যদি তুমি — বলো তবে আমি কী?
-তুমি কী?
আমি — রঙিন শব্দ,এক সুরভিত কবিতা।
মনজুড়ে বাজে যার অন্তরঙ্গ বার্তা।