সংবাদ শিরোনাম :
আনোয়ারুল ইসলামের কবিতা ”আহ্বান”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
ওহে নবীন জেগে ওঠো নতুন সূর্যোদয়ে
আজ স্বপ্ন দেখার দিন।
ইচ্ছেটাকে সঙ্গী করে
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখো
কী হবে তার রূপভেদ ভাবিও না হয় পরে,
আজ শুধু স্বপ্ন দেখো ইচ্ছে মতো।
সেই স্বপ্নের হাল ধরে ,
ছুটে চলো অবিরাম।
হেরে যাওয়ার আশাকে আজ
দিও না মনে ঠাঁই,
আগে ফসল তো কর চাষ।
পরে ভাবিও কী পাবে তার ফল
দূর থেকে আন্দাজ হয় না প্রকৃত সম্বল !
তাই বলি হে নবীন কোমল,
আগে ইচ্ছেগুলো বাছাই করে
নিজের লক্ষ্য পিছে ছুটো।
কী হবে সেই রসফল
চাষ করেই তো দেখো ।