হেনজালা ইসলাম রাকিবের কবিতা ‘জনতার সোমনাথ সাহা’
- আপডেট সময় : ০৩:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সৈনিক তুমি,
তোমাকে পেয়ে ধন্য এই গৌরীপুরের ভূমি।
তুমি দেশরত্নের বিশ্বস্ত সিপাহশালা,
তোমার কাছ থেকেই শিখেছি নৌকার পাল তোলা।
তুমি শেখের বেটির স্মার্ট ভ্যানগার্ড,
তুমি ছুটে চলো অবিরাম ঝড়,বৃষ্টি,কিংবা রাত।
তুমি ছাত্রনেতা থেকে আজ হয়েছো জননেতা,
তোমাকে পাশে পেয়ে খুশি লক্ষ লক্ষ জনতা।
তুমি পিতা হারা সন্তানের মাথার উপর ছায়া,
তুমি সন্তান মায়ের বুকে অদৃশ্য এক মায়া।
তুমি রিকশাওয়ালা চাচার মুখে অকৃত্রিম হাসির কারণ,
তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যাবে বিধাতা করেছে বারণ।
তুমি দিনমজুরের কাছে ক্লান্তি শেষের শান্তি,
তুমি সর্বহারার কাছে আধারের বাত্তি।
তুমি শীতার্তদের মাঝে নিভৃত কুয়াশা,
তুমি থাকলে আমাদের শীতও ধুয়াশা।
তুমি বসন্তে যোগাও হৃদয়ে অমলিন ভালোবাসা,
তুমি চৈত্রে আমাদের মনের সজীব পাতা।
পরিশেষে তুমি মোদের আশা-ভরসা,
তুমি মেহনতী মানুষের সোমনাথ সাহা।।