ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গৌরীপুরে জুলাই/২৪’র বিপ্লবে ৩ শহীদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo গৌরীপুরে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণঃ Logo বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ Logo শীতার্ত মানুষের মধ্যে মানব সম্পদ উন্নয়ন সোসাইটির শীতবস্ত্র উপহার Logo গৌরীপুরে ইটভাটায় ১৪লাখ টাকা জরিমানা Logo গৌরীপুর উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যর্থ করার লক্ষ্যে গৌরীপুরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি Logo বিএনপির ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গৌরীপুরে দিকনির্দেশনামূলক কর্মশালা ও কর্মীসভা অনুষ্ঠিত Logo গৌরীপুর জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞানমেলা Logo ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে আহাদুর রহমান সোয়াদ

নিলীমা হাসান’র লেখা কবিতা ”জাতির পিতা”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুমি তো সেই মহান পুরুষ, যার জন্ম এই বাংলায়।
তোমাকে দেখিনি, শুধু শুনেছি তোমার মনোমুগ্ধকর কাহিনী।
শুনেছি তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক।
শুনেছি তুমি কীভাবে গরিব দুখীর প্রতি বাড়িয়েছিলে হাত।
তোমার কাছে ছিলোনা কোনো ঢাল তলোয়ার।
বুদ্ধিতে আর শিক্ষাতে কীভাবে গেয়েছিলে মুক্তির জয়গান।

তোমার জোরালো ডাকে সমগ্র বাঙ্গালি রুখে দাঁড়ালো।
তুমি শুধু দাওনি স্বাধীনতা।
দিয়েছ অ আ ক খ বর্ণগুলোও।
তুমি তো সেই ব্যক্তি, যার ফলে বিশ্ব দরবারে ফুটে ওঠেছে বাংলার মানচিত্র।

“ইতিহাস পুরনো হলেও কথা কয়”
তাই তো তোমার জন্ম শতবর্ষেও
জানতে ইচ্ছে হয়
তোমার পরিচয়।

বাবা বলে,
বিবিসি যখন ডাক দিয়েছিল শ্রেষ্ঠ বাঙালি কে?
তোমার নাম বলবে,এ আশায় সমগ্র বাঙ্গালি অপেক্ষমান রয়।
শেষে হলো তাই।
বিবিসির ঘোষিত শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি।
সে যেন এক মহান কীর্তি,
যার ফলে সারা বাঙালির মুখে ফুটে হাসি।
বাংলার মানুষ শ্রেষ্ঠত্ব চিনতে ভুল করেনি।
তাই তো আজও বাঙালি গেয়ে যায় তোমার বিপ্লবী কাহিনী।
তুমি যে বাঙালি জাতির স্তুতি,
তুমি যে বাঙালি জাতির কীর্তি,
তুমি যে সর্ব বাঙালির হৃদয়ে আঁকা আজন্ম প্রতিকৃতি।
তুমি যে বাঙালি শব্দের সমার্থক।
তাই তো বলি সারা বিশ্ব কেন তোমায় নিয়ে মুগ্ধ।
তুমি নওতো শুধু গরিবের বন্ধু,
তুমি তো বাংলার ‘বঙ্গবন্ধু’।

তুমি তো ছিলেনা শুধু মহান নেতা,
তুমি তো বঙালি জাতির পিতা।
“বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিলীমা হাসান’র লেখা কবিতা ”জাতির পিতা”

আপডেট সময় : ০৭:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

তুমি তো সেই মহান পুরুষ, যার জন্ম এই বাংলায়।
তোমাকে দেখিনি, শুধু শুনেছি তোমার মনোমুগ্ধকর কাহিনী।
শুনেছি তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক।
শুনেছি তুমি কীভাবে গরিব দুখীর প্রতি বাড়িয়েছিলে হাত।
তোমার কাছে ছিলোনা কোনো ঢাল তলোয়ার।
বুদ্ধিতে আর শিক্ষাতে কীভাবে গেয়েছিলে মুক্তির জয়গান।

তোমার জোরালো ডাকে সমগ্র বাঙ্গালি রুখে দাঁড়ালো।
তুমি শুধু দাওনি স্বাধীনতা।
দিয়েছ অ আ ক খ বর্ণগুলোও।
তুমি তো সেই ব্যক্তি, যার ফলে বিশ্ব দরবারে ফুটে ওঠেছে বাংলার মানচিত্র।

“ইতিহাস পুরনো হলেও কথা কয়”
তাই তো তোমার জন্ম শতবর্ষেও
জানতে ইচ্ছে হয়
তোমার পরিচয়।

বাবা বলে,
বিবিসি যখন ডাক দিয়েছিল শ্রেষ্ঠ বাঙালি কে?
তোমার নাম বলবে,এ আশায় সমগ্র বাঙ্গালি অপেক্ষমান রয়।
শেষে হলো তাই।
বিবিসির ঘোষিত শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি।
সে যেন এক মহান কীর্তি,
যার ফলে সারা বাঙালির মুখে ফুটে হাসি।
বাংলার মানুষ শ্রেষ্ঠত্ব চিনতে ভুল করেনি।
তাই তো আজও বাঙালি গেয়ে যায় তোমার বিপ্লবী কাহিনী।
তুমি যে বাঙালি জাতির স্তুতি,
তুমি যে বাঙালি জাতির কীর্তি,
তুমি যে সর্ব বাঙালির হৃদয়ে আঁকা আজন্ম প্রতিকৃতি।
তুমি যে বাঙালি শব্দের সমার্থক।
তাই তো বলি সারা বিশ্ব কেন তোমায় নিয়ে মুগ্ধ।
তুমি নওতো শুধু গরিবের বন্ধু,
তুমি তো বাংলার ‘বঙ্গবন্ধু’।

তুমি তো ছিলেনা শুধু মহান নেতা,
তুমি তো বঙালি জাতির পিতা।
“বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।”