নিলীমা হাসান’র লেখা কবিতা ”জাতির পিতা”
- আপডেট সময় : ০৭:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
তুমি তো সেই মহান পুরুষ, যার জন্ম এই বাংলায়।
তোমাকে দেখিনি, শুধু শুনেছি তোমার মনোমুগ্ধকর কাহিনী।
শুনেছি তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক।
শুনেছি তুমি কীভাবে গরিব দুখীর প্রতি বাড়িয়েছিলে হাত।
তোমার কাছে ছিলোনা কোনো ঢাল তলোয়ার।
বুদ্ধিতে আর শিক্ষাতে কীভাবে গেয়েছিলে মুক্তির জয়গান।
তোমার জোরালো ডাকে সমগ্র বাঙ্গালি রুখে দাঁড়ালো।
তুমি শুধু দাওনি স্বাধীনতা।
দিয়েছ অ আ ক খ বর্ণগুলোও।
তুমি তো সেই ব্যক্তি, যার ফলে বিশ্ব দরবারে ফুটে ওঠেছে বাংলার মানচিত্র।
“ইতিহাস পুরনো হলেও কথা কয়”
তাই তো তোমার জন্ম শতবর্ষেও
জানতে ইচ্ছে হয়
তোমার পরিচয়।
বাবা বলে,
বিবিসি যখন ডাক দিয়েছিল শ্রেষ্ঠ বাঙালি কে?
তোমার নাম বলবে,এ আশায় সমগ্র বাঙ্গালি অপেক্ষমান রয়।
শেষে হলো তাই।
বিবিসির ঘোষিত শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি।
সে যেন এক মহান কীর্তি,
যার ফলে সারা বাঙালির মুখে ফুটে হাসি।
বাংলার মানুষ শ্রেষ্ঠত্ব চিনতে ভুল করেনি।
তাই তো আজও বাঙালি গেয়ে যায় তোমার বিপ্লবী কাহিনী।
তুমি যে বাঙালি জাতির স্তুতি,
তুমি যে বাঙালি জাতির কীর্তি,
তুমি যে সর্ব বাঙালির হৃদয়ে আঁকা আজন্ম প্রতিকৃতি।
তুমি যে বাঙালি শব্দের সমার্থক।
তাই তো বলি সারা বিশ্ব কেন তোমায় নিয়ে মুগ্ধ।
তুমি নওতো শুধু গরিবের বন্ধু,
তুমি তো বাংলার ‘বঙ্গবন্ধু’।
তুমি তো ছিলেনা শুধু মহান নেতা,
তুমি তো বঙালি জাতির পিতা।
“বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।”