ময়মনসিংহ -নেত্রকোনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের বাড়িতে, নিহত-১
- আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার গজহলপুর নামক স্থানে নেত্রকোনা গামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৫০৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতরের টয়লেটে ঢুকে পড়ে । এ সময় খোকন মিয়া টয়লেটে আহত হয়। তারপর বাড়ির করছিল লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ১ টার দিকে খোকন মিয়া চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করে। এ সময় আরো দুইজন আহত হয়। এরা হলেন সানুরা গ্রামের আমজাদ মিয়ার ছেলে রাসেল মিয়া ও রবি মিয়ার ছেলে রাসেল মিয়া।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকাল সারে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত খোকন মিয়া গজহলপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতর টয়লেটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘাতক বাসটি আটক করা হয়েছে । মামলা প্রক্রিয়াধিন রয়েছে।